৩২ বিট ও ৬৪ বিট সফটওয়্যারঃ
মূলত যে সমস্ত উইন্ডোজে অপারেটিং সিস্টেম ৩২ বিটের টা ইনস্টল দেওয়া হয় সেই অপারেটিং সিস্টেমে ৩২ বিটের সফটওয়্যার ইনস্টল করাটাই ভালো, ৩২ বিটের অপারেটিং সিস্টেম মূলত হাডওয়্যারের উপর নির্ভর করে। কম্পিটারের যে মেইন মাদারবোর্ড ঐ মাদারবোর্ড এর উপর কম্পিউটারের অপরেটিং সিস্টেম নির্ভর করে।
৩২ বিট অপারেটিং সিস্টেমের থেকে মূলত ৬৪ ্ বিট অপারেটিং সিস্টেমের সফটওয়্যারের কার্যকারিতা বেশি।
এখন আসি পোর্টেবল সফটওয়্যার এর কথায়ঃ
পোর্টেবল সফটওয়্যার মূলত বিভিন্ন ডেভেলপারের এডিট করা সফটওয়্যার। এ সফটওয়্যার গুলো ইনস্টল দেওয়ার কোন প্রয়োজন হয় না, নিজের সময় অনুযায়ী ওপেন করে কাজ করার পরে তা আবার ফোল্ডার আকারে রেখে দেওয়া যায়, মূলত এই সফটওয়্যারের সমস্ত ফাইল ফোল্ডারের ভিতরে থাকে। তাই পিসির র্যাম সহজে খরচ হয় না।
একটি মন্তব্য পোস্ট করুন
উইন্ডোজ অপরেটিং সিস্টেমের ৩২ ও ৬৪ বিট এবং পোটেবল সফটওয়্যার কি? >>>>> Download Now
>>>>> Download Full
উইন্ডোজ অপরেটিং সিস্টেমের ৩২ ও ৬৪ বিট এবং পোটেবল সফটওয়্যার কি? >>>>> Download LINK
>>>>> Download Now
উইন্ডোজ অপরেটিং সিস্টেমের ৩২ ও ৬৪ বিট এবং পোটেবল সফটওয়্যার কি? >>>>> Download Full
>>>>> Download LINK
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.