ফ্ল্যাগশিপ গেইমিং ফোনের জন্য স্ন্যাপড্রাগন ৮৬৫ প্লাস আনার ঘোষণা দিয়েছে স্মার্কিন চিপ নির্মাতা প্রতিষ্ঠান কোয়ালকম। প্রসেসরটি মূলত কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮৬৫ এর আপডেট সংস্করণ।
কোয়ালকমের নতুন এই প্রসেসরটির ক্লক স্পিড হচ্ছে ৩.১ গিগাহার্জ, যা আগের সংস্করণের চেয়ে ১০ শতাংশ বেশিন এবং স্ন্যাপড্রাগন ৮৬৫ প্লাসে অ্যান্ড্রিনো ৬৫০ জিপিইউয়ের গতিও আগের চেয়ে ১০ শতাংশ বেশি হবে বলে জানিয়েছে কোয়ালকম।
স্ন্যাপড্রাগন ৮৬৫ মতো স্ন্যাপড্রাগন ৮৬৫ প্লাসেও থাকছে ১৪৪ হার্জের রিফ্রেশ রেট সাপোর্ট, এই৮কে রেজুলেশনে ভিডিও রেকর্ডিং,ফাইভজি সাব-৬গিগাহার্জ ও লিমিটারওয়েভ সাপোর্ট।
আর নতুন এই প্রসেসরটিতে থাকছে ওয়াইফাই ৬ই ও ব্লুটুথ ৫.২ সাপোর্ট। প্রসেসরটি ব্যবহারে ওয়াইয়াইয়ের সর্বোচ্চ গতি হবে ৩.৬ গিগাবিটস পার সেকেন্ড। যা স্ন্যাপড্রাগন ৮৬৫ প্রসেসরটিতে ছিলো ওয়াইফাই ৬ ও ব্লুটুথ ৫.১।
কোয়ালকমের নতুন এই প্রসেসরটি বছরের শেষ নাগাদ বেশ কিছু গেইমিং ফোনে দেখা যাবে বলে জানিয়েছে কোয়ালকম।
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.